শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বরঃ ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থ শিলিগুড়ি পুরনিগম ও রাজ্য সরকার।এই অভিযোগ তুলে বুধবার শিলিগুড়ি পুরনিগমের সামনে বিক্ষোভ দেখালো এসইউসিআই দার্জিলিং জেলা কমিটি।
দিনের পর দিন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী।এই পরিস্থিতিতে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জঞ্জাল সাফাই নিয়ে পুরনিগমের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।এদিন শিলিগুড়ির পুরনিগমের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে সরব হয় এসইউসিআই সদস্যরা।বিক্ষোভের পাশাপাশি একাধিক দাবিতে শিলিগুড়ি পুরনিগম কর্তৃপক্ষকে স্মারকলিপিও জমা দেন তারা।
এই বিষয়ে এসইউসিআই দার্জিলিং জেলা কমিটির সদস্য তন্ময় দত্ত বলেন, ডেঙ্গি আক্রান্ত হয়ে একের পর এক মৃত্যু হচ্ছে।সেই দিকে নজর না রেখে রাজ্য সরকার এবং পুর কর্তৃপক্ষ উৎসব নিয়ে ব্যস্ত।৫ নম্বর ওয়ার্ড এবং ২২ নম্বর ওয়ার্ডে মানুষ ঘরে ঘরে জ্বরে আক্রান্ত।আমরা চাই যুদ্ধকালীন পরিস্থিতিতে তৎপরতার সঙ্গে রক্ত পরীক্ষা এবং বিনামূল্যে চিকিৎসা করা হোক। পাশাপাশি ডেঙ্গি মশা নিধনের সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হোক।