পুরনিগমের দেওয়ালে স্মারকলিপি সাটিয়ে বিক্ষোভ SFI ও DYFI এর

শিলিগুড়ি,১৮ আগস্টঃ দাবি সম্মিলিত স্মারকলিপি গ্রহণ না করায় পুরনিগমের দেওয়ালেই স্মারকলিপি সাটিয়ে বিক্ষোভ বাম ছাত্র যুব সংগঠনের।


নির্মল সাথী ও নির্মল বন্ধু প্রকল্পে অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে শিলিগুড়ি পুরনিগমে।অনেকেই এই কাজের জন্য পুরনিগমে আবেদনও করেছেন।তবে তিনমাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি।বৃহস্পতিবার এই নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছভাবে হয় সেই দাবি নিয়ে পুরনিগমে স্মারকলিপি প্রদান করতে আসে SFI ও DYFI।যদিও এই স্মারকলিপি নিতে অস্বীকার করেন পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া।এরপরই পুরনিগমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে সংগঠনের সদস্যরা।পুরনিগমের দেওয়ালে স্মারকলিপি সাটিয়ে বিক্ষোভ দেখানো হয়।আন্দোলনকারীদের হঠাতে ঘটনাস্থলে পৌছায় পুলিশও।

সংগঠনের সদস্যরা জানান,সারা রাজ্যে যেভাবে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি নিয়ে রাজ্যের বর্তমান সরকারের নেতা মন্ত্রীদের নাম সামনে আসছে তাতে আশংকিত তারা।সেই কারনে শিলিগুড়ির ক্ষেত্রে যাতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হয় সেটার দাবিতেই তাদের এই স্মারকলিপি।তবে কেন তা নিতে অস্বীকার করছে পুরকমিশনার, তা তাদের অজানা।এই প্রয়োগ প্রক্রিয়া নিয়েও দুর্নীতির গন্ধ পাচ্ছে তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *