রাঙ্গালিভিটা ভূমিহীন ও বাস্তুভিটা রক্ষা কমিটির তরফে স্মারকলিপি প্রদান

রাজগঞ্জ,২৬ মেঃ রাজগঞ্জের বিএলএলআরও অফিসে রাঙ্গালিভিটা ভূমিহীন ও বাস্তুভিটা রক্ষা কমিটির তরফে স্মারকলিপি প্রদান করা হল।বৃহস্পতিবার রাজগঞ্জের বিডিও অফিসের সামনে থেকে মিছিল করে বিএলএলআরও অফিসে গিয়ে বিক্ষোভ দেখিয়ে ৩ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।


বিক্ষোভকারীরা বলেন, আমরা দীর্ঘ ২০ বছর ধরে ফুলবাড়ি ২নং গ্রামপঞ্চায়েতের রাঙ্গালিভিটা গ্রামের পাশে প্রায় ৮০টি পরিবার সরকারি ভেষ্ট জমিতে বসবাস করে আসছি।আমরা প্রত্যেকেই ভূমিহীন, আমাদের বিকল্প কোন থাকার জায়গা নেই।সরকারি খাঁস জমি ভূমিহীনদের প্রাপ্য।কিন্তু বেশকয়েক বছর ধরে কিছু জমি মাফিয়ারা আমাদের উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে।আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।তাই আজ আমরা রাজগঞ্জের বিএলএলআরও অফিসে এসে স্মারকলিপি প্রদান করছি।আমাদের দাবি রাঙ্গালিভিটা গ্রামের ৮০টি পরিবারকে বাস্তুভিটার পাট্টা দিতে হবে।আমাদের ওপর আক্রমণকারী জমি মাফিয়াদের বিরুদ্ধে প্রযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে ও উক্ত এলাকায় বিদ্যুৎ পরিষেবা পাওয়ার জন্য এনওসি দিতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *