শিলিগুড়ি, ২২ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র হয়ে গেলেন রঞ্জন সরকার? এখনও ঘোষণা হয়নি।কিন্তু তার আগে Wikipedia অবশ্য বলছে পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার।আর এরপরই রাজনৈতিক মহল ও তৃণমূলের অন্দরেও চর্চা শুরু হয়ে গিয়েছে।
এবার পুরনিগম নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন রঞ্জন সরকার।এর আগে পুরনিগমের বিরোধী দলনেতা ছিলেন তিনি।প্রশাসক বোর্ডেও ছিলেন।এমনকি প্রশাসক বোর্ডে থাকাকালীন তাকে ডেপুটি মেয়রের ঘরেই বসতে দেখা গিয়েছে।কিন্তু পুরনিগমে তৃণমূল বোর্ডে আসলেও শুধুমাত্র মেয়র ও চেয়ারম্যানে কে থাকছে তা জানানো হয়েছে।ডেপুটি মেয়র কিংবা মেয়র পারিষদ, বরো চেয়ারম্যান পদে কারা থাকছে তা ঘোষণা হয়নি।
কলকাতা থেকে রাজ্য নেতৃত্বের নির্দেশে তা ঘোষণা হবে বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব।কিন্তু Wikipedia তে রঞ্জন সরকারকে ডেপুটি মেয়র বলা হচ্ছে।আর তাতেই গুঞ্জন তবে কী তিনিই ডেপুটি মেয়রের চেয়ারে বসছেন।
যদিও এনিয়ে কোনো মন্তব্য করতে চাননি রঞ্জন সরকার।