দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ লক্ষ ৭৩ হাজার, মৃত বেড়ে ৪, ৯৭১

দিল্লি, ৩০ মেঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৭৩ হাজার ৭৬৩।গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংক্রমণ।একদিনে আক্রান্তের সংখ্যা ৭, ৯৬৪ জন।


অন্যদিকে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৯৭১।গত ২৪ ঘণ্টায় ২৬৫ জনের মৃত্যু হয়েছে।দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮৬, ৪২২।ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৮২, ৩৬৯জন।দেশে সুস্থতার হার বাড়ছে।একদিনে ১১, ২৬৪ জন সুস্থ হয়েছেন।

এদিকে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২, ২২৮।তামিলনাড়ুতে আক্রান্ত ২০, ২৪৬।দিল্লিতে আক্রান্ত ১৭, ৩৮৬।গুজরাতে আক্রান্তের সংখ্যা ১৫, ৯৩৪।রাজস্থানে আক্রান্ত ৮, ৩৬৫।মধ্যপ্রদেশে আক্রান্ত ৭, ৬৪৫।উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৭, ২৮৪।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomHoliganbet GirişMeritkingMarsbahis Yeni