শিলিগুড়ি, ২৭ জুনঃ শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের দিনে বাগডোগরা বিমানবন্দরে অবৈধ দেশী পিস্তল সহ গ্রেফতার এক ব্যক্তি।ধৃতের নাম মহম্মদ রাহানুদ্দীন।কাটিহারের বাসিন্দা।
জানা গিয়েছে, বাগডোগরা থেকে চেন্নাই যাওয়ার পথে দেশী পিস্তল সহ ওই বিমান যাত্রীকে আটক করে সিআইএসএফ।চিকিৎসার জন্য চেন্নাইয়ে যাওযার কথা ছিল ব্যক্তির।এরপর ব্যক্তিকে বাগডোগরা পুলিশের হাতে তুলে দেয় সিআইএসএফ।সোমবার ধৃত ব্যক্তিকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।
কেন পিস্তল নিয়ে বিমানবন্দরে ঢুকেছিলেন ব্যক্তি তার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।