নতুন করে তৈরী করা দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দিরে পুজো শুরু হল

রাজগঞ্জ ৩০ মার্চঃ বুধবার থেকে নতুন করে তৈরী করা দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দিরে পুজো শুরু হল।এদিন রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রামপঞ্চায়েতের দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দিরে পুজো দিয়ে সকলের জন্য মন্দির খুলে দেওয়া হয়।


প্রসঙ্গত, গত ২৭ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন মন্দিরটির উদ্বোধন করেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি রাজগঞ্জের শিকারপুর চা বাগানের ঐতিহ্যবাহী দেবীচৌধুরানী মন্দিরটি অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গিয়েছিল। কাঠের তৈরি প্যাগোডা আকৃতির মন্দিরটিকে ফের আগের আদলে তৈরি করার দাবি তোলেন স্থানীয়রা। এলাকার মানুষের ভাবাবেগকে মান্যতা দিয়ে আগের আদলে দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের মূর্তি তৈরি করা হয় ।আজ সেই মন্দির সকলের জন্য খুলে দেওয়া হলো।

উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, জলপাইগুড়ি জেলার জেলাশাসক মৌমিতা গোদারা বসু, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার সহ অন্যান্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *