পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য

শিলিগুড়ি, ২৮ মেঃ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।এদিনের বৈঠকের মুখ্য বিষয় ছিল শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা।


সূত্রের খবর, শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রকাশ সিং এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মাকে নির্দেশ দিয়েছেন ডিজি।  

শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এলাকায় ৩০০টি বুথ এবং দার্জিলিং জেলা পুলিশের অন্তর্গত ৩০০টি বুথ রয়েছে।এই কারণে ডিজি মনোজ মালব্য আইবি এবং ডিআইবি কে নির্বাচনের সময় বিশেষ নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন।নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় মহকুমা পরিষদ, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত এলাকায় পেট্রোলিং এর মাধ্যমে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি কেএলও সংগঠন গুলির ওপর বিশেষ নজরদারি ও সীমান্তবর্তী এলাকাগুলিতে পুলিশের নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন ডিজি।     


জানা গিয়েছে, এদিনের বৈঠকে শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা ডিজিকে শিবমন্দিরের আঠারোখাই এলাকায় একটি থানা, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে একটি ফাঁড়ি এবং আশিঘর ফাঁড়িকে থানা করার প্রস্তাব দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *