হাসিমারায় ভুটানগামী এশিয়ান হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত ৪

কালচিনি, ১৭ ফেব্রুয়ারিঃ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হাসিমারা এলাকায় ভুটানগামী এশিয়ান হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনায় আহত চারজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।


জানা গিয়েছে, শনিবার সকালে ফালাকাটা থেকে জয়গাঁগামী একটি সবজি বোঝাই গাড়ির সামনে আচমকাই একটি বাইক চলে আসে। বাইক চালককে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সবজি বোঝাই গাড়িটি। ঘটনায় আহত হন গাড়িতে থাকা চারজন। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişcasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom giriş