শিলিগুড়ি, ৭ জানুয়ারিঃ মাটিগাড়ায় একটি ধাবা থেকে লক্ষাধিক টাকা ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করলো এসওজি এবং মাটিগাড়া থানার পুলিশ।ধৃতের নাম অজয় শর্মা(১৯)।ধৃত ডালখোলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে গোপন সূত্রে এসওজি’র কাছে খবর আসে যে মাটিগাড়া থানা অন্তর্গত একটি ধাবায় মাদক পাচার করা হবে।এই খবর পেয়ে মাটিগাড়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালায় এসওজি।সেখানে ব্যাগ নিয়ে বসে থাকা এক যুবককে দেখে সন্দেহ হয় পুলিশ ও এসওজি আধিকারিকদের।এরপর সন্দেহের ভিত্তিতে যুবকের তল্লাশি নেওয়া হয়।তল্লাশি চালিয়ে যুবকের ব্যাগ থেকে ৩৮২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।
উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা।ধৃতের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।