বকেয়া না মেটালে ধর্মঘটে যাওয়ার হুমকি ভারতীয় রেলের ঠিকাদারদের

শিলিগুড়ি, ২৬ জুন: বকেয়া না মেটালে ধর্মঘটে যাওয়ার হুমকি রেলের ঠিকাদারদের।


জানা গিয়েছে, ভারতের রেলওয়ে সংস্থার সঙ্গে যুক্ত কয়েক লক্ষ স্থায়ী ও অস্থায়ী কর্মী। বিশেষ করে এই দপ্তরের মূল স্তম্ভ হিসেবে রয়েছে ঠিকাদারেরা। মূলত তাদের দ্বারাই বর্তমানে রেলের অধিকাংশ দপ্তর পরিচালিত হয়।

ঠিকাদার দের অভিযোগ, ২০১৯ সালের প্রথম থেকেই তাদের বকেয়া টাকা নিয়ে টালবাহানা করছে রেল দপ্তর। ফলে এই কাজে জড়িত ঠিকাদার ও তাদের সঙ্গে জড়িত শ্রমিকদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।


এই বিষয়ে এনএফ রেলওয়ের মুখ্যদপ্তর কাটিহার এর বিভাগীয় রেল প্রবন্ধক এর সঙ্গে বৈঠক করে তাদের সমস্যা কথা জানানো হয়। এরপর শাখা ভিত্তিক বিভিন্ন অতিরিক্ত বিভাগীয় প্রবন্ধকের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরেন ঠিকাদাররা।

শুক্রবার অল ইন্ডিয়া কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন এনজেপি শাখার পক্ষ থেকে অতিরিক্ত বিভাগীয় রেল প্রবন্ধক দপ্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে কাঞ্চন রায় জানান, রেল কর্তৃপক্ষ সমস্ত দপ্তরে সময়মত পাওনা গন্ডা মেটালেও ঠিকাদারদের কোনরূপ বকেয়া অর্থ প্রদান করছে না,ফলে চরম আর্থিক সংকটের মধ্য রয়েছে ঠিকাদার ও তাদের সঙ্গে জড়িত কয়েক হাজার শ্রমিক।

যদি দ্রুত এই বিষয়ে কোনরূপ পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আগামীতে ধর্মঘটের পথে যাবেন বলে হুমকি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomHoliganbet GirişMeritkingMarsbahis Yeni