শিলিগুড়ি, ২২ মেঃ ধারালো অস্ত্র দিয়ে বন্ধুকে হামলার অভিযোগ উঠলো অপর বন্ধুর বিরুদ্ধে।সোমবার শিলিগুড়ি শহর সংলগ্ন পূর্ব ফকদইবাড়ির ফরেস্টে লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার তদন্তে আশিঘর ফাঁড়ির পুলিশ।
জানা গিয়েছে, আহতের নাম বিশ্বজিৎ বর্মন(১৬)।এদিন পাড়ার মধ্যে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল বিশ্বজিৎ।সেইসময় নেশাগ্রস্থ অবস্থায় বিশ্বজিৎ ও প্রভাতের মধ্যে কোন কারণে বচসা হয়।এরপর হঠাৎই বিশ্বজিতের গলায় ধারালো ব্লেড দিয়ে হামলা চালায় প্রভাত এমনটাই অভিযোগ।ঘটনার পরই মাটিতে লুটিয়ে পড়ে বিশ্বজিৎ।
স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ।গোটা ঘটনার তদন্তে পুলিশ।