২৭ সেপ্টেম্বর সারা ভারত ধর্মঘট সফল করতে নকশালবাড়িতে পথসভার আয়োজন

শিলিগুড়ি, ২৫ সেপ্টেম্বরঃ কৃষক বিরোধী কালা আইন বাতিল,শ্রম কোড,বিদ্যুৎ বিল বাতিল, সব ফসলের লাভজনক দামের আইনি নিশ্চয়তার দাবি সহ পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ২৭ সেপ্টেম্বর সারা ভারত ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে শনিবার নকশালবাড়িতে পথসভা করল সিআইটিইউ ও কৃষক সভা।এদিন র্যা লি করার পর পথসভার মাধ্যমে ভারত বন্ধের সমর্থনে সকলকে এগিয়ে আসার বার্তা দেওয়া হয়।


কৃষক সভার সদস্য ঝরেন রায় জানান, দিল্লিতে অবস্থানরত কৃষকদের স্বার্থে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।দশ মাস ধরে আন্দোলন করলেও সরকারের হুশ নেই।আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে সর্বাত্মক ধর্মঘট পালন করার দাবিতেই আজকের এই পথসভা।

অন্যদিকে সিআইটিইউ নেতা গৌতম ঘোষ জানান, আগামী সোমবার সর্বাত্মক ধর্মঘট পালন করা হবে।কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বামপন্থীরা লড়ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *