রাত হলেই ধোঁয়ায় ঢেকে যাচ্ছে শহর, সমস্যায় পড়ছেন মানুষ- বৈঠক সারলেন মেয়র

শিলিগুড়ি, ১৯ মার্চঃ রাত হলেই ধোঁয়ায় ঢেকে যাচ্ছে শহর।গত কয়েকদিন ধরেই এই ঘটনা ঘটছে।শ্বাসকষ্ট ও চোখ জ্বালার মত সমস্যায় ভুগছেন শহরবাসী।


কোথা থেকে আসছে এই ধোঁয়া?এই সমস্যা সমাধানে মঙ্গলবার পুরনিগমে বৈঠক সারলেন মেয়র গৌতম দেব।বৈঠকে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল,বনবিভাগের আধিকারিক ও বাস্তুকাররা।

এদিন বৈঠক শেষে মেয়র জানান, বনাঞ্চলের শুকনা পাতায় আগুন লাগার ফলেই ধোঁয়া হচ্ছে।তবে কিভাবে আগুন লাগার ঘটনা ঘটছে তা তদন্ত করা হবে।নিরাপত্তা বাড়ানো ও আগুন যাতে দ্রুত নিয়ন্ত্রনে আনা যায় তা নিয়ে বুধবার ফের পুলিশ কমিশনার ও দমকল বিভাগকে নিয়ে বৈঠক করবেন বলে জানান মেয়র।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *