শিলিগুড়ি, ১৭ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির জংশনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ডিএইচআর কারশেডে বিশ্বকর্মা পুজোর আয়োজন করলো রেলকর্মীরা।
জানা গিয়েছে, টয়ট্রেন পরিষেবা শুরু হওয়ার পর থেকেই ডিএইচআর কারশেডে পুজো করে আসছেন রেলকর্মীরা।করোনা অতিমারির জেরে গত দুবছর অনারম্বরভাবেই পুজো করা হয়েছিল।তবে এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই জাঁকজমকভাবে পুজোর আয়োজন করা হয়।
রেলকর্মী বিকাশ সিংহ বলেন, গত দুবছর করোনার কারণে সামান্যভাবেই পুজো করা হয়েছিল।এবছর পরিস্থিতি স্বাভাবিক হতে বড় করে পূজা করা হয়েছে।বিশ্বকর্মার কাছে প্রার্থনা করা হল যাতে টয় ট্রেন পরিষেবা ভালো থাকে।