দৃশ্য দূষণ রুখতে তৎপর গৌতম দেব, নিজে হাতেই হোয়াইটওয়াশ করলেন নির্বাচনে ব্যবহৃত দেওয়াল

শিলিগুড়ি, ১৬ ফেব্রুয়ারিঃ কলকাতার আদলে সাজানো হবে শহর শিলিগুড়িকে।সেই লক্ষ্যই এগোচ্ছে রাজ্যের সরকার।পুর নির্বাচন জয়ের পরপরই এমন পরিকল্পনা গ্রহন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।সেইমতো নির্দেশও দিয়েছেন ভাবী মেয়র গৌতম দেবকে।


মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রচারে ব্যবহৃত সমস্ত দেওয়ালগুলিকে হোয়াইটওয়াশ করার উদ্যোগ গ্রহণ করলেন গৌতম দেব।এদিন ৩৩ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি গ্রহন করেন তিনি।নিজে হাতেই দেওয়ালগুলি সাদা রঙ দিয়ে মুছে দেন।পাশাপাশি অন্যান্য বিজয়ী প্রার্থী এবং কর্মীদেরও নির্দেশ দেন শীঘ্রই নির্বাচনে ব্যবহৃত ওয়ার্ডের সমস্ত দেওয়াল হোয়াইটওয়াশ করে দেওয়ার।

এদিন গৌতম দেব জানান, শুরুটা নিজে করলাম।এবারে দলমত নির্বিশেষে সবাই যেন শহরের স্বার্থে এই কর্মসুচি গ্রহন করে শিলিগুড়িকে দৃশ্য দূষণের হাত থেকে মুক্ত করেন।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *