আলিপুরদুয়ার, ৬ সেপ্টেম্বরঃ রাস্তায় দেওয়া হচ্ছে না জল।ধূলোর জেরে নাজেহাল সাধারণ মানুষ।বুধবার আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের মেজবিলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন মানুষ।
অভিযোগ, রাস্তায় ধূলোর কারণে যাতায়াত করা অসম্ভব হয়ে উঠেছে।অতিষ্ট সাধারণ মানুষ।রাস্তায় জল দিচ্ছে না প্রশাসন।
জল দেওয়ার দাবিতে এদিব পথ অবরোধ করেন গ্রামবাসীরা।এর ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়।খবর পেয়ে সোনাপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে অবরোধ তুলে দেয়।