ধূপগুড়ি বিধানসভা দখল করলো তৃণমূল

ধূপগুড়ি, ৮ সেপ্টেম্বরঃ ধূপগুড়ি উপনির্বাচনে জয় তৃণমূলের।বিজেপি প্রার্থী তাপসী রায়কে ৪ হাজারেরও বেশি ভোটে হারিয়ে জয়ী হলেন তৃণমূলের প্রার্থী নির্মলচন্দ্র রায়।


এদিন সকাল থেকে ভোট গণনার সময় বিজেপি এবং তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই চলছিল।অবশেষে বাজিমাত করলো তৃণমূল।

শুক্রবার সকালে পোস্টাল ব্যালট গণনার সময় প্রথমে এগিয়ে যান তৃণমূল প্রার্থী।এরপর ইভিএমে ভোটগণনা শুরু হয়।তাতে দেখা যায় এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী।চতুর্থ রাউন্ড শেষ লিড নেয় তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়।এরপর টানটান লড়াই শেষে অবশেষে জয়ী হয় তৃণমূল।তৃণমূল প্রার্থীর জয়ের পরই উচ্ছাসে মেতে উঠেন কর্মী সমর্থক ও নেতৃত্বরা।


এদিকে তৃণমূল প্রার্থীর জয়ের পর এক্স হ্যান্ডেলে ধূপগুড়ি বাসীকে ধন্যবাদ জানান তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARShttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahis