ধূপগুড়ি,২৭ মার্চঃ শনিবার ধূপগুড়ি সুপার মার্কেট চত্বরে প্রচার সারলেন ধূপগুড়ি বিধানসভার সংযুক্ত মোর্চার বাম প্রার্থী প্রদীপ কুমার রায়।
এদিন ভোর ৫টায় প্রচারে বের হন তিনি।কথা বলেন মার্কেটে আসা ব্যবসায়ী,কৃষক সহ সাধারণ মানুষের সঙ্গে।তাদের অভাব-অভিযোগ শোনেন তিনি।
প্রদীপ কুমার রায় বলেন, মানুষের ভালো সাড়া পাচ্ছি। আজকে ভোর থেকেই আমরা সুপার মার্কেট চত্বরে প্রচারে নেমেছি। সেখানে কৃষকরা তাদের দুঃখ দুর্দশার কথা আমাদের জানান।ধূপগুড়ি কৃষিপ্রধান এলাকা। অথচ কৃষকেরা ফসলের পর্যাপ্ত দাম যেমন পাননা তেমন কোন সরকারি সুযোগ সুবিধা পেতে হয়রানি হতে হয়।