শিলিগুড়ি, ১৫ জানুয়ারিঃ রাজ্যব্যাপী শুরু হয়েছে ‘দিদির সুরক্ষা কবজ’ কর্মসূচি।এই কর্মসূচির আওতায় গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছেন দিদির দূতেরা।রবিবার ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের পোড়াঝাড় এলাকায় দিদির দূত হিসেবে পৌঁছালেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ।
এদিন স্থানীয় নেতৃত্বদের সঙ্গে পোড়াঝাড় এলাকায় পৌঁছান মহুয়া গোপ।রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।এদিকে জেলা সভাপতিকে দেখেই স্থানীয় নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা।তারা জানান,দিদির প্রকল্পের কোন সুবিধাই তারা পাচ্ছেন না।শুধু তাই নয়,পানীয় জল,রাস্তা ঘাট সব কিছু থেকেই বঞ্চিত তারা।
এখনও যে বহু মানুষ সরকারি বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত, তা স্বীকার করে নেন জেলা সভাপতি মহুয়া গোপ।
যদিও স্থানীয় পঞ্চায়েত নিরঞ্জন সরকার জানান,প্রকল্পের সব সুবিধাই সাধারণ মানুষ পাচ্ছেন।তবে কিছু সংখ্যক মানুষের সামান্য তথ্যে ত্রুটির জন্য তারা এই সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত।