নকশালবাড়ি, ২৯ মার্চঃ দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।বুধবার নকশালবাড়ির মনিরাম এলাকায় দিদির দূত হিসেবে যান সভাধিপতি অরুণ ঘোষ।
জানা গিয়েছে, এদিন মিরজাংলা এলাকায় যান তিনি।সেখানে বাসিন্দাদের সঙ্গে দেখা করার সময় জয় জোহার প্রকল্প না পাওয়া নিয়ে সভাধিপতিকে অভিযোগ জানান স্থানীয়রা।পরে জাবরা এলাকায় জিটিএ বিশ্বকর্মা বোর্ডের ঘর নিয়েও অভিযোগ শুনেন সভাধিপতি।অভিযোগ শুনেই জিটিএ সভাসদকে ফোন করেন সভাধিপতি।এরপর যান বেলগাছি হিন্দি হাইস্কুলে।সেই এলাকায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের সমস্যা সমাধানের আশ্বাস দেন।পাশাপাশি মিরজাংলায় চার্চে প্রেয়ার সেরে গুম্ফা ও পরে সন্তোষী মাতার মন্দিরে পুজো দেন সভাধিপতি।
সভাধিপতি অরুণ ঘোষ বলেন, সাধারণ মানুষদের সমস্যা শুনছি। তা লিপিবদ্ধ করে দলীয় নেতৃত্বকে জানানো হবে। এই সকল সমস্যার দ্রুত সমস্যা সমাধান করা হবে।