শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে ডিস্ট্রিক্ট লেভেল ফুটবল টুর্নামেন্ট

শিলিগুড়ি, ২৯ ফেব্রুয়ারিঃ এপ্রিল মাস থেকে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে আইএফএ এর ডিস্ট্রিক্ট লেভেল ফুটবল টুর্নামেন্ট।স্পোর্টস কানেক্ট এবং শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সহযোগিতায় আয়োজিত হবে এই টুর্নামেন্ট।


শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের তরফে নান্টু পাল জানান, খেলার মাঠ এখনও নির্বাচন করা হয়নি।তবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম অথবা সূর্যনগর মাঠেই খেলা আয়োজিত হবে।উত্তরবঙ্গ থেকে ভালো খেলোয়ার খুঁজে বের করাই তাদের মূল লক্ষ্য।

শনিবার স্পোর্টস কানেক্ট এর সকল কর্মকর্তা এবং প্রখ্যাত ফুটবল খেলোয়াড় মিহির বসুর সাথে বৈঠকে বসেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সদস্যরা।


মিহির বসু জানান, বাঙালির সংস্কৃতির সাথে একসময় ফুটবল ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল।তবে এখন আর ফুটবল নিয়ে সেই আবেগ সচরাচর লক্ষ্য করা যায় না।তাই ফুটবলের হৃত গৌরব ফিরিয়ে আনতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে নিয়ে তারা এই ফুটবল টুর্নামেন্ট করতে চলেছে।

জানা গেছে, সারা বাংলার ২১টি জেলা নিয়ে বিভিন্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হবে।এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ পরিদর্শন করেন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARScasibomcasibom girişCasibom Bonuscasibom mobil girişhttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahiscasibom resmi girişcasibom