বন্যা পরিস্থিতি সমতলে, গজলডোবায় আধিকারিকদের নিয়ে বৈঠক সারলেন সেচ ও জলপথ মন্ত্রী

রাজগঞ্জ,৫ অক্টোবরঃ মেঘ ভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত সিকিম।পাহাড়ের পাশাপাশি বন্যা পরিস্থিতি সমতলেও।বৃহস্পতিবার গজলডোবায় বৈঠক করলেন সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক অন্যান্য মন্ত্রীদের নিয়ে গজলডোবায় আসেন। এলাকা পরিদর্শন করে গজলডোবার হাওয়া মহলে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিক ও প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী।


মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, সিকিমে প্রবল বৃষ্টির ফলে সিকিম সহ জলপাইগুড়ি জেলার গজলডোবা, দোমহনি ও কোচবিহার জেলার মেখলিগঞ্জ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জল কমে গেলে কত ক্ষতি হয়েছে তা জানা যাবে। এছাড়া আর যাতে ক্ষতি না হয় সেব্যাপারে আমরা তৈরি। আপাতত কতটা ক্ষতি হয়েছে ও তার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কি ব্যবস্থা নিতে হবে গোটা বিষয় নিয়ে আজ বৈঠক করা হল।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সেচ ও জলপথ এবং উত্তরবঙ্গ উন্নয়নের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, পরিবেশ মন্ত্রী গোলাম রব্বানী,অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলু চিকবড়াই, জলপাইগুড়ি জেলাশাসক সামা পারভিন, পুলিশ সুপার খান্ডবাহালে গণপত, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ও গজলডোবা ব্যারেজ ও সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom