ফুলবাড়িতে দোকান এবং দখল করা জমি ফেরালো তৃণমূল নেতা-কর্মীরা

রাজগঞ্জ, ১২ মেঃ নির্বাচনের ফলাফল ঘোষনার পর ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকার এক বিজেপি কর্মীর চায়ের দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠে বেশকয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে।পাশাপাশি অন্য এক বিজেপি কর্মীর জমি দখলের অভিযোগও উঠে।বুধবার সেই বন্ধ চায়ের দোকান এবং দখল জমি ফিরিয়ে দিলেন তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক, ফুলবাড়ি ২ অঞ্চল সভাপতি রবিউল করিম ও গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় সহ স্থানীয় তৃণমূল নেতারা।


তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক বলেন, ভোট গণনার পর দলের কিছু কর্মী ভুল করে এক বিজেপি কর্মীর দোকান এবং অন্য একজনের জমি দখল করে রেখেছিল।আজ তাদেরকে দোকান ও জমি ফেরত দেওয়া হল।দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এইধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে।এছাড়া দলীয় কর্মীদের শান্তি বজায় রাখতে বলেছেন।তাই এই উদ্যোগ। আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ নিজেদের ভুল বুঝতে পেরে ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে।

অন্যদিকে চায়ের দোকানের মালিক হারাধন সরকার বলেন, তৃণমূলের ঝাণ্ডা লাগিয়ে আমার দোকান বন্ধ করে রেখেছিল। আজ তৃণমূলের ব্লক সভাপতি এসে দোকান খুলে দেন।


পাশাপাশি জমির মালিক মহাদেব কুমার রায় বলেন, আমার প্রায় চার কাঠা জমি তৃণমূলের লোক দখল করে রেখেছিল।আজ তৃণমূলের লোকেরাই আমার জমি ফেরত দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *