রাস্তা, জল নিকাশি সমস্যা নিয়ে পথ অবরোধ সামিল মধ্য শান্তিনগর এলাকার বাসিন্দারা

শিলিগুড়ি, ২৩ ডিসেম্বরঃ রাস্তা, জল নিকাশি সমস্যা নিয়ে পথ অবরোধে সামিল হলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত মধ্য শান্তিনগর এলাকার বাসিন্দারা।


স্থানীয়দের অভিযোগ, বর্ষার সময় ড্রেনের নোংরা জল ঘরে ঢোকে।ড্রেনগুলো কোনরকম পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় না।বিষয়টি নিয়ে পঞ্চায়ত প্রধানকে জানানো হলে এখন পর্যন্ত কোনরকম সুরাহা মেলেনি।এদিকে ড্রেনের মধ্যে নোংরা জল জমে থাকায় যেমন মশার উপদ্রব বাড়ছে তেমনি নানারকম রোগে আক্রান্ত হচ্ছেন এলাকার মানুষ।এই নিয়ে এদিন পথ অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ।পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত রণজিৎ রায় বলেন, তৃণমূলের পঞ্চায়ত প্রধান, এসজেডিএ ইচ্ছে করলে এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর ব্যবস্থা করতে পারে।এর আগেও বারবার অভিযোগ করা হয়েছে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করা নিয়ে।কোনো পরিষেবাই দেওয়া হচ্ছে না এলাকাবাসীদের।


অন্যদিকে প্রধান সুধা সিংহ চ্যাটার্জী বলেন, ১০০ দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে।কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের পরিষ্কার-পরিচ্ছন্ন করা নিয়ে কি করবে জানা নেই।তবে পরিবেশ দূষণ এবং নোংরা আবর্জনার জন্যই জনগণই দায়ী।পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একাধিকবার সচেতনতা শিবির করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *