ড্রেন করতে বাঁধা, ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিলেন মেয়র

শিলিগুড়ি, ৭ অক্টোম্বরঃ উন্নয়নের কাজে বাঁধা আনলে কোনভাবেই বরদাস্ত নয়, পুলিশ ও মিলিটারি দিয়ে কাজ করা হবে।শক্তিগড় সংলগ্ন পিডব্লিউডি মোড়ের কাছে ড্রেনের কাজে বাঁধা দেওয়ায় কড়া হুঁশিয়ারি দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।


প্রত্যক বছর অল্প বৃষ্টিতেই কোমর জল জমে খবরের শিরোনামে থাকে শিলিগুড়ি পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের অশোক নগর এলাকা।এই সমস্যার সমাধান করতে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সেখানকার মানুষ।তবে এখনও অবধি মেলেনি সুরাহা।বর্তমানে অশোকনগরের স্থায়ী সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে পুরনিগম।অশোক নগরের জল কিভাবে বের করে মহানন্দা নদীতে ফেলানো যায় তার একাধিক পরিকল্পনা গ্রহন করেছেন মেয়র।

প্রথমে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে ৩১ নম্বর ওয়ার্ডের শীতলা পাড়া হয়ে ড্রেনের মাধ্যমে মহানন্দা নদীতে জল ফেলার সিদ্ধান্ত গ্রহণ করলেও সেখানে কিছু সমস্যার কারণে সেই পরিকল্পনা বাতিল করে পরবর্তীতে শক্তিগড় পিডব্লিউডি মোড় হয়ে মহানন্দায় জল ফেলার সিদ্ধান্ত গ্রহন করা হয়।


শনিবার সেই এলাকা পরিদর্শন করে কাজের সূচনা করতে যান মেয়র।সেইসময় স্থানীয় কিছু ব্যবসায়ী আপত্তি জানালে ক্ষিপ্ত হয়ে কড়া হুঁশিয়ারি দেন মেয়র গৌতম দেব।উন্নয়নের কাজে বাঁধা আনলে পুলিশ, মিলিটারি দিয়ে কাজ করানো হবে বলে জানান মেয়র।পরবর্তীতে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন যে এই কাজে কারো কোন ক্ষতি হবে না।

এদিন মেয়র বলেন, সাত থেকে আট মাসের মধ্যেই এই কাজ শেষ করে অশোক নগরের জলের সমস্যা চিরতরে মিটিয়ে ফেলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *