শ্বাসনালীতে আটকে জ্যান্ত জোঁক, শিলিগুড়িতে বিরল অস্ত্রোপচার করে প্রাণে বাঁচলেন ব্যক্তি

শিলিগুড়ি,২২ ডিসেম্বরঃ জ্যান্ত জোঁক শ্বাসনালিতে আটকে ছিল প্রায় ১৫ দিন ধরে।বিরল অস্ত্রোপচার করে ব্যক্তির শ্বাসনালী থেকে জ্যান্ত জোঁক বের করলেন চিকিৎসকেরা।
মিরিক মহকুমার বাসিন্দা সাজিন রাই(৪৯)।১৫ দিন আগে ঝর্ণার জল খেয়েছিলেন তিনি।বুধবার অসুস্থ অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন।এরপরই পরীক্ষা করে দেখা যায় তার শ্বাসনালীতে একটি জ্যান্ত জোঁক আটকে রয়েছে।অবশেষে বিরল অস্ত্রোপচার করে শ্বাসনালী থেকে জোঁকটি বের করে ব্যক্তির প্রাণ বাঁচালেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ENT বিভাগের চিকিৎসকেরা।
বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি সাংবাদিক বৈঠক করে ENT বিভাগের চিকিৎসক রাধেশ্যাম মাহাতো জানান, বুধবার মেডিক্যাল কলেজে মিরিকের বাসিন্দা সাজিন রাই অসুস্থ অবস্থায় ভর্তি হন।তারপর পরীক্ষা করে দেখা যায় তার শ্বাসনালীতে একটি জোঁক আটকে আছে।১৫ দিন আগে ঝর্ণার জল খেয়েছিলেন রোগী।সম্ভবত সেই সময় তার শাসনালীতে ওই জোঁকটি ঢুকে পড়ে।১৫ দিন ধরে সেখানেই জীবিত ছিল জোঁকটি।তাতেই হতবাক চিকিৎসকেরা।এর আগে এধরণের অস্ত্রোপচার কখনো হয়নি বলে জানিয়েছেন তিনি।বর্তমানে ওই ব্যক্তি সম্পুর্ন সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme BonuslarCasibom Giriş