খড়িবাড়ি, ৮ মেঃ ভারতীয় যুবককে বিয়ে করতে আমেরিকা থেকে ভারতে আসা।এরপর বিয়ে করে মধুচন্দ্রিমায় নেপালে গিয়েছিল দম্পতি।নেপাল থেকে ভারতে ফেরার সময় জাল আধার সহ ধরা পড়লো ২ মার্কিন নাগরিক সহ আরও এক ভারতীয় যুবক।ধৃত দুই মার্কিন নাগরিকের নাম নেয়না কালা পোড়েল ও ইউনিস বিশ্বা।ভারতীয় যুবকের নাম নিমা তামাং।আলিপুরদুয়ারের কালচিনির বাসিন্দা।
এসএসবি সূত্রে খবর, আলিপুরদুয়ারের যুবক নিমা তামাংকে বিয়ে করতে আমেরিকা থেকে ভাইঝি ইউনিসকে নিয়ে ভারতে আসে নেয়না কালা পোড়েল।বিয়ে সেরে নেপালে মধুচন্দ্রিমায় যায় তারা।নেপাল থেকে ভারতে প্রবেশের আগে খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তে জাল আধার সহ ২ মার্কিন নাগরিক ও ভারতীয় যুবককে গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, গত ১৩ই এপ্রিল বিয়ে করেছিল নেয়না এবং নিমা তামাং।২১ এপ্রিল নেপালে যায় তারা।আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জ থেকে মার্কিন নাগরিকদের ১০ হাজার টাকায় জাল আধার করা হয়েছিল বলে জানা গিয়েছে।ধৃতদের পরে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।আজ তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।