মহরমের দিন দুই পক্ষের মধ্যে বিবাদের ঘটনায় পুলিশ কমিশনারকে স্মারকলিপি প্রদান

শিলিগুড়ি, ২৫ আগস্টঃ শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৪০ নম্বর ওয়ার্ডের আশরফ নগরে মহরমের দিন দুই পক্ষের মধ্যে বিবাদের ঘটনায় আজ দার্জিলিং জেলা নাগরিক কমিটির তরফে শিলিগুড়ি পুলিশ কমিশনারকে স্মারকলিপি প্রদান করা হল।


দার্জিলিং জেলা নাগরিক কমিটির সভাপতি নুরুল ইসলাম বলেন, গত ২০ আগস্ট আশরফ নগরের বাসিন্দা আশিক মালিক ওরফে গুড্ডু তার বন্ধুদের নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে বিবাদে জড়ায়।পরে নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নেন তারা।এরপরও আশিক স্থানীয় যুবকদের সঙ্গে মারধর করে।সেইরাতে পুলিশের সামনেই ধারালো অস্ত্র দেখানো হলেও পুলিশ সেইসময় নিরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ।এই ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ইতিমধ্যেই পুলিশ কমিশনার ভক্তিনগর থানার আধিকারিকের কাছ থেকে গোটা বিষয়টি নিয়ে খোঁজ নেন।সূত্রের খবর, আশিক মালিক ওরফে গুড্ডুর শালুগাড়া থেকে শুরু করে আশরফ নগর এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে।অভিযুক্তের বিরুদ্ধে ভক্তিনগর থানায় বেশকিছু অভিযোগও রয়েছে।  


এই বিষয়ে ডিসিপি জোন ১ জয় টুডু বলেন, ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে।ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *