দুর্গা পুজোয় শহরবাসীর জন্য বিশেষ অ্যাপ শিলিগুড়ি পুলিশের, থাকছে নানা সুবিধা

শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বরঃ দুর্গা পুজোতে এবার শিলিগুড়িতে নতুন অ্যাপ নিয়ে আসছে পুলিশ।সেই অ্যাপের মাধ্যমে কোথায় পুজো হচ্ছে তা জানার পাশাপাশি জিপিএস ম্যাপ দেখে পুজো মন্ডপে পৌঁছাতে পারবেন দর্শনার্থীরা।


এছাড়া সমস্যায় পড়লে অ্যাপে থাকা এসওএস বাটনের মাধ্যমে পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গেও যোগাযোগ করা যাবে।মঙ্গলবার  বর্ধমান রোডে একটি ভবনে পুজো কমিটিগুলোকে নিয়ে পুলিশের আলোচনা হয়।সেখানে পুজোর বিভিন্ন প্রস্তুতি, সুরক্ষা ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে।উপস্থিত ছিলেন পুলিশের আধিকারিক থেকে প্রতিটি থানার আইসি, ওসিরা।

পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান, এবার পুজোয় বিশেষ অ্যাপ নিয়ে আসা হচ্ছে শহরবাসীর জন্য।সেই অ্যাপের মাধ্যমে নানা সুবিধা পাবেন শহরবাসী।অন্যদিকে বুধবার থেকে অনলাইনে পুজোর জন্য আবেদন করতে পারবে কমিটিগুলি।এছাড়া মাল্লাগুড়িতে সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে অফলাইনেও পুজোর অনুমতি পাওয়া যাবে।এবছরও করোনার জন্য সুরক্ষাবিধি মেনে পুজো হবে বলে জানান পুলিশ আধিকারিকেরা।দর্শনার্থীদের সুরক্ষা ব্যবস্থায় যাবতীয় ব্যবস্থা যেন থাকে তা বলা হয়েছে পুজো কমিটিগুলিকে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *