শিলিগুড়ি,১ সেপ্টেম্বরঃ দুর্গাপুজোকে বিশেষ স্বীকৃতি।ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে শিলিগুড়িতেও বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা হল।এদিন শিলিগুড়ি পাহাড়-সমতল মিলিয়ে প্রায় ১৫ হাজারেরও বেশী মানুষ শোভাযাত্রায় শামিল হন।
বৃহস্পতিবার দুপুরে তরাই স্কুলের সামনে থেকে শোভাযাত্রার সূচনা হয়।দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উড়ালপুল হয়ে শোভাযাত্রা বাঘাযতীন পার্কের সামনে এসে শেষ হয়। এদিনের শোভাযাত্রায় শহরের বিভিন্ন ক্লাব, স্কুল কলেজের পড়ুয়ারাও পা মিলিয়েছিলেন।সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে বাংলার সংস্কৃতি, দুর্গাপুজোকে তুলে ধরা হয়।মিছিলে শিলিগুড়ির জেলা প্রশাসনের আধিকারিকেরা ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব, সভাধিপতি অরুণ ঘোষ সহ বিভিন্ন মহলের লোকজন উপস্থিত ছিলেন।পাহাড়ের বাসিন্দারাও শোভাযাত্রায় পা মেলান।