দুর্ঘটনায় চলাফেরার ক্ষমতা হারিয়েছেন বাবা, তার জন্য ব্যাটারি চালিত সাইকেল তৈরি করলেন ছেলে

আলিপুরদুয়ার,২৭ ফেব্রুয়ারিঃ অসুস্থ বাবার জন্য ব্যাটারি চালিত সাইকেল তৈরি করে চমকে দিলেন ছেলে।আলিপুরদুয়ার ১নম্বর ব্লকের আলিপুরদুয়ার জংশন লাগোয়া চেচাখাতার বাসিন্দা রঞ্জিত কুমার পাল।২০১৮ সালে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি।পা ও কোমরে চোট পান।দুর্ঘটনার পর খানিকটা সুস্থ হলেও চলাফেরার ক্ষমতা প্রায় হারিয়ে ফলেন হার্ডওয়্যার ব্যবসায়ী রঞ্জিত বাবু।বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে নিজস্ব দোকানে পৌঁছতে গিয়ে নাকাল হচ্ছিলেন তিনি।


এদিকে বাবার এই অসহায়তা দেখে নিজের বুদ্ধিতেই ব্যাটারির সাহায্যে মোটর চালিত সাইকেল গড়ার মতলব আঁটেন ছেলে প্রতীক।সামান্য খরচে তৈরি হয় এই সাইকেল।তাতে প্যাডেল মারার ব্যবস্থা থাকলেও,সাইকেলে চেপে একবার এক্সিলেটর ঘোরালেই বনবন করে ছুটতে শুরু করে সাইকেলটি।যার ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ পঁচিশ কিলোমিটার আর একনাগাড়ে ছুটতে পারে ত্রিশ কিলোমিটার পর্যন্ত।ছেলের তৈরি করা এই সাইকেলে চেপে প্রায় বিনা কষ্টেই এখন দিনভর চক্কর কাটেন রঞ্জিত বাবু।ব্যবসার জায়গায় যাওয়া আসা থেকে নিত্যদিনের কাজের সঙ্গী স্বয়ংক্রিয় এই সাইকেলই এখন প্রিয় বাহন হয়ে উঠেছে রঞ্জিত বাবুর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *