পুজোয় শপিংমলে নিয়ে গিয়ে দুঃস্থ শিশুদের জামা-কাপড় কিনে দিল স্বেচ্ছাসেবী সংগঠন

জলপাইগুড়ি,১৫ অক্টোবরঃ ১০ জন দুঃস্থ শিশুকে শপিংমলে নিয়ে গিয়ে তাদের পছন্দমতো জামাকাপড় কিনে দিলেন গ্রীন জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।এখানেই শেষ নয় শপিং শেষে পিৎজাও খাওয়ানো হল তাদের।


গ্রীন জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস জানান, গ্রীন জলপাইগুড়ির প্রতিষ্ঠাতা উজ্জ্বল সেনের তৃতীয়বর্ষ মৃত্যু বার্ষিকীতে জলপাইগুড়ি শহরের পরেশমিত্র কলোনীর ১০ জন দুঃস্থ শিশুকে স্বাস্থ্য বিধি মেনে শপিং মলে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের পছন্দ সই জামা কাপড় কিনে দেওয়া হয়।

তিনি আরও জানান, এই সকল বাচ্চা শহরে থাকলেও শপিং মলে গিয়ে পছন্দসই জামাকাপড় কেনার স্বচ্ছলতা এদের নেই।আমাদের খুব ভালো লাগছে এই বাচ্চা গুলোর আনন্দ দেখে।এছাড়াও পুজোয় কয়েকশো ছেলে মেয়েকে নতুন জামাকাপড় কিনে দেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *