শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১

রাজগঞ্জ, ২৩ নভেম্বরঃ শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের করতোয়া সংলগ্ন এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১।মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে।


জানা গিয়েছে, দুটি মাছ বোঝাই গাড়ি অন্ধপ্রদেশ থেকে অসমের উদ্দেশ্যে যাচ্ছিল। করতোয়া এলাকায় ট্রাক গুলির সামনে একটি কনটেনার হঠাৎ ক্রসিং করতে যাওয়াতে প্রথম ট্রাকটি থেমে যায়। এরফলে পেছনের ট্রাকটি কিছু বুঝে ওঠার আগেই সামনের ট্রাকটিকে সজোড়ে ধাক্কা মারা। ফলে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় গুরুতর আহত হন পেছনের ট্রাকের চালক।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। গুরুতর আহত চালককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। গাড়িটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişgrandpashabet girişbaywin