স্বাধীনতার ৭৫ বছর কেটে গেলেও এখনও অবধি গ্রামে পৌঁছায়নি বিদ্যুৎ, দুয়ারে সরকার ক্যাম্পে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা

বাগডোগরা, ২২ নভেম্বরঃ স্বাধীনতার ৭৫ বছর কেটে গেলেও এখনও অবধি বিদ্যুৎ পৌঁছায়নি বাগডোগরার ব্যাঙডুবি সংলগ্ন বেশ কয়েকটি গ্রামে।বিদ্যুৎ না থাকার একদিকে জংলী জীবজন্তুর আক্রমণ অন্যদিকে স্বাভাবিক জীবনযাত্রায় সমস্যা হচ্ছে গ্রামবাসীদের।এর আগে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেও সুরাহা হয়নি।বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও মেলেনি বিদ্যুৎ।অবশেষে  বাগডোগরার সুভমায়া সূর্য নারায়ন হিন্দি হাইস্কুলে  দুয়ারে সরকার ক্যাম্পে বিক্ষোভ প্রদর্শন করলেন গ্রামবাসীরা।


এদিন দুয়ারে সরকার ক্যাম্পের বিদ্যুৎ দপ্তরের ক্যাম্পে বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, অতিসত্বর তাদের গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদান করতে হবে। তা নাহলে তারা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামবেন।

এই বিষয়ে নকশালবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি অমিতাভ সরকার বলেন, ফুটবলের মতো এক স্থান থেকে অন্য স্থানে পাঠিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে  গ্রামবাসীদের।


অন্যদিকে বাগডোগরা বিদ্যুৎ দপ্তরের আধিকারিক জানান, সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।অতিসত্বর তাদের গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা জানান, গ্রামবাসীদের বিক্ষোভ দেখানোটা স্বাভাবিক।তাদের কাছে রেজিস্ট্রেশন ছিল না এবং তাদের সমস্যা সমাধান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *