শিলিগুড়ি,১৩ আগস্টঃ ইস্টবেঙ্গল ক্লাবের ক্রীড়া দিবস উপলক্ষে শিলিগুড়িতে একাধিক কর্মসূচি গ্রহণ করা হল।শনিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গণে শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সম্পাদক দীপক দাস ওরফে পল্টু দার জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব,শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সম্পাদক অনুপ বসু, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব ঘোষ সহ অন্যান্যরা।
ক্রীড়া দিবস উপলক্ষে স্বাস্থ্য পরীক্ষা শিবির,করোনার বুস্টার ডোজ প্রদান এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এছাড়াও শহরের বেশ কিছু কৃতি ছাত্র-ছাত্রীদের এবং খেলোয়াড়দের সম্বর্ধনা দেওয়া হয়। এছাড়াও শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে যুগসন্ধি নামে একটি ম্যাগাজিনেরও উদ্বোধন করা হয়।
শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সম্পাদক অনুপ বসু বলেন, ইস্টবেঙ্গল ক্লাব প্রতিবছরই আজকের দিনটিকে ক্রীড়া দিবস হিসেবে পালন করে থাকে।আজ এখানে কৃত ছাত্রছাত্রী এবং কৃত খেলোয়াড়দের সংবর্ধনা করে আমরা খুব গর্বিত। খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের পাশে আমরা সবসময় রয়েছি।