শিলিগুড়ি, ২২ এপ্রিলঃ খুশির ঈদে মাতোয়ারা গোটা দেশ।এবারে পুরুষদের মত মহিলারাও পড়লেন ঈদের নামাজ।খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জের বক্তারভিটায় ঈদগাহে ধরা পড়ল সেই ছবি।
এদিন সকালে পুরুষদের পাশাপাশি মহিলারাও ঈদের নামাজ পড়েন। প্রথমবার একসঙ্গে ঈদের নামাজ পড়তে পারায় খুশি মহিলারা।তবে এদিন মহিলাদের জন্য আলাদা করে জায়গা করে দেওয়া হয়।আগামীদিনেও এভাবেই ঈদ পালন হবে মত সাবানা খাতুন সহ অন্যান্যদের।
পুরুষদের সঙ্গে মহিলাদের সমান অধিকার দিতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।