শিলিগুড়ি, ৬ জানুয়ারিঃ রাজ্য হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।সংক্রমণ রুখতে কড়া বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার।বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, জিম, বিউটি পার্লার, সেলুন।এরফলে চরম সংকটে ক্ষৌরকাররা।
গত ৩ জানুয়ারী থেকে বন্ধ ক্ষৌরকারদের ব্যবসা।এরফলে বিপাকে পড়েছেন তারা।এই কারণে ক্ষতিপূরণের দাবিতে সরব হন ক্ষৌরকারেরা।অবিলম্বে মাসিক ভাতা ১২ হাজার টাকা ও নাপিত পর্ষদ গঠনের দাবিতে সরব হয় উত্তরবঙ্গ ক্ষৌরকার শীল সমন্বয় সমিতি এনজেপি শাখা এবং নরসুন্দর সমিতির সদস্যরা।
এদিন ব্যাটিলিয়ান মোড় থেকে মিছিল করে স্মারকলিপি প্রদান করতে উত্তরকন্যা অভিমুখে রওনা দেয় সংগঠনের সদস্যরা।তবে মাঝপথেই মিছিলটি আটকে দেয় এনজেপি থানার পুলিশ।পরবর্তীতে দুজনের একটি প্রতিনিধি দল উত্তরকন্যার আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেন।
সংগঠনের উত্তরবঙ্গ শাখার সহ সভাপতি বিধান সরকার জানান, সাত দিনের মধ্য যদি তাদের দাবির প্রতি কোন মান্যতা না দেওয়া হয় তাহলে অনির্দিষ্ঠকালের জন্য কাজ বন্ধ করে দেবেন এবং বৃহত্তর আন্দোলনে নামবেন।