শিলিগুড়ি,৬ এপ্রিলঃ একাধিক দাবিতে জেলা বিদ্যালয় পরিদর্শক অফিস ঘেরাও করে বিক্ষোভ SFI এর দার্জিলিং জেলা কমিটির।বৃহস্পতিবার শিলিগুড়ি চিলড্রেন পার্ক থেকে SFI দার্জিলিং জেলা কমিটির সদস্যরা একটি মিছিল করে জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসের সামনে পৌছায়।এরপর সেখানে ঘেরাও কর্মসূচি করে।
অন্যদিকে ভারতীয় ছাত্র ফেডারেশন দার্জিলিং জেলা কমিটির সম্পাদক অঙ্কিত দে বলেন, রাজ্যের শিক্ষা ব্যাবস্থা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।কোভিড পরিস্থিতির পর থেকে বিদ্যালয়ে পড়ুয়াদের সংখ্যা কমছে।অর্থের অভাবে অনেক গরীব ছাত্রছাত্রীরা পড়াশোনার সুযোগ পাচ্ছে না।তবে তার বিকল্প হিসেবে আমরা গ্রাম্য এলাকা এবং আদিবাসীদের জন্য পড়াশোনার ব্যবস্থা করেছি।আমরা গোটা রাজ্য জুড়ে ‘স্কুল ছুটদের স্কুলে ফেরাও’ এবং কোনো অজুহাতেই সরকারি বিদ্যালয় বন্ধ করা চলবে না-এই দাবিতে সংগ্রাম করছি।