একাধিক দাবিতে রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি দিল সিপিআইএম

রাজগঞ্জ, ৮ আগস্টঃ একাধিক দাবিতে রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি জমা দিল সিপিআইএম।সোমবার সারা ভারত কৃষকসভা, সারা ভারত ক্ষেতমজুর সংগঠন, সিটু ও সিপিএম এর সন্ন্যাসীকাটা অঞ্চল কমিটির পক্ষ থেকে ওই স্মারকলিপি দেওয়া হয়।এদিন সংগঠনের সদস্যরা পাগলাহাট থেকে মিছিল করে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছায়।রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও বিরোধী আসনে রয়েছে সিপিএম।


সংগঠনের সদস্যরা জানান, ১ নম্বর বুথের পশ্চিম বালাবাড়ি ও নাকুগছ এলাকার দুটি কাঁচা রাস্তা পাকা করার জন্য টেন্ডার হলেও তা বাতিল করা হয়।১১ নম্বর বুথের বাইনগছের রাস্তা ও নিকাশি নালা করা হয় নি।এছাড়া অনেকে ১০০ দিনের কাজ করলেও প্রাপ্য টাকা দেওয়া হয়নি।গাডরা, জমিদারপাড়া ও লালস্কুল এলাকার সোলার লাইট ও পাগলাহাটের উচু বাতিস্তম্ভ অনেক দিন থেকে অকেজো হয়ে আছে।১০০ দিনের প্রকল্পকে ২০০ দিন করা, মজুরি বৃদ্ধি ও ইন্দিরা আবাস যোজনার ঘরের দাবি সহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষকসভা রাজগঞ্জ থানা কমিটির সম্পাদক খরেন্দ্রনাথ রায়, সিপিএমের রাজগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক রতন রায়, সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সৌকত আলি, সারা ভারত কৃষকসভার অঞ্চল সম্পাদক অমূল্য শর্মা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *