শিলিগুড়িতে সপ্তাহে একদিন বন্ধ থাকবে বাজার, দেখে নিন তালিকা

শিলিগুড়ি, ৮ জানুয়ারিঃ শিলিগুড়ি শহরে বাড়ছে করোনা।সংক্রমণের কথা মাথায় রেখেই বাজারগুলিতে স্যানিটাইজেশন করতে এখন থেকেই সপ্তাহে একদিন করে বিভিন্ন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল শিলিগুড়ি পুরনিগম।


ইতিমধ্যেই ২৩টি বাজারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।তালিকা তৈরি করা হয়েছে কবে কোন বাজার বন্ধ থাকবে।আগামীতে অন্য যেসমস্ত বাজার রয়েছে সেই বাজারগুলিকেও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

যেসমস্ত বাজার বন্ধ থাকছেঃ


সোমবার বন্ধ থাকছে- চম্পাসারি এসজেডিএ মার্কেট, সুভাষপল্লী বাজার এবং রথখোলা বাজার।

মঙ্গলবার- জলপাইমোড় বাজার, টাউন স্টেশন ক্লথ মার্কেট, এনজেপি গেট বাজার, টিকিয়াপাড়া বাজার, মহাবীরস্থানের ফল, সবজি বাজার সহ অন্যান্য দোকান।

বৃহস্পতিবার- হায়দারপাড়া বাজার, ঘোঘোমালি বাজার, এনজেপি স্টেশন মার্কেট, চম্পাসারি মোড় বাজার, বিধানমার্কেটের মাছ ও মাংস বাজার।

রবিবার- হর্কাস কর্নার, গৌরিশঙ্কর মার্কেট, হিলকার্ট রোড, হিলকার্ট রোড আলুপট্টি, শেঠ শ্রীলাল মার্কেট, মহাবীরস্থান মেইন রোড, নর্থবেঙ্গল মোটর ডিলার্স অ্যাসোসিয়েশন, হার্ডওয়ার মার্চেন্ট অ্যাসোসিয়েশন সেবক রোড, বিধানমার্কেটের মাছ ও মাংস বাজার ছাড়া অন্যান্য বাজার এবং বিধানরোড ব্যবসায়ী সমিতি।   

এদিন শিলিগুড়ি বৃহত্তর খুচরো ব্যবসায়ী সমিতির সম্পাদক বিপ্লব রায় মুহুরী জানান, শিলিগুড়ি পুরনিগমের সঙ্গে আলোচনা হয়েছিল।সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্ত হয় যে বাজারগুলি একদিন করে বন্ধ রেখে সেখান পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্যানিটাইজেশনে জোর দেওয়া হবে।এছাড়াও অন্যান্য দিন বাজার খোলা থাকলেও সকলে যাতে মাস্ক পরে এবং সচেতনতায় আরও বেশী জোর দেওয়া হবে।  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *