রাত পোহালেই নির্বাচন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-কোচবিহারে, ভোট কর্মীরা যাচ্ছেন কেন্দ্রে  

জলপাইগুড়ি,১৮ এপ্রিলঃ আগামীকাল রাজ্যে প্রথম দফায় লোকসভা ভোট। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি লোকসভা আসনে ভোট হবে। জলপাইগুড়ি জেলায় দুটি ডিসিআরসি খোলা হয়েছে। একটি জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং কলেজে এবং অন্যটি মালবাজার কলেজে। বৃহস্পতিবার সকাল থেকে ভোটের দায়িত্বে থাকা কর্মীরা আসতে শুরু করেছেন।


জানা গিয়েছে, এবছর জলপাইগুড়ি জেলায় মোট ভোটারের সংখ্যা ১৮ লক্ষ ৮৫ হাজার ৯৬৩। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ লক্ষ ৫৮ হাজার ৬১১ এবং মহিলা ভোটার ৯ লক্ষ ২৭ হাজার ৩৩৯। জলপাইগুড়ি জেলায় মোট ১৯০৪ টি বুথে ভোটগ্রহণ হবে। তার মধ্যে ১৪৯ টি বুথ মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৭ টা থেকে এবং চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। প্রতিটি বুথে থাকবে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরার নজরদারি। অবাধ ও শান্তিপূর্ণ ভোটপর্ব শেষ করতে প্রশাসনের সতর্ক দৃষ্টি রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *