বাগডোগরা, ২০ মেঃ গভীর রাতে বাগডোগরার তরাই ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনে হাতির হামলা। খাবারের সন্ধানে টি অ্যাসোসিয়েশনের কোয়ার্টারে ভাঙচুর চালায় একটি দাঁতাল হাতি।পাশাপাশি ব্যাঙডুবি সেনাবাহিনীর ছাউনীতে হামলা চালায় হাতিটি।ঘটনায় রীতিমত আতঙ্কিত স্থানীয়রা।
অভিযোগ, গভীর রাতে হাতি হানা দেয়।বনদপ্তরকে জানিয়েও বনকর্মীদের দেখা পাওয়া যায়নি।ঘর ক্ষতিগ্রস্থ করার পাশাপাশি খাদ্যসামগ্রী সাবার করে হাতি।
এই বিষয়ে তরাই ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনে সম্পাদক রানা দে জানান, পরপর দুটি ঘরে হামলা চালানোর পাশাপাশি খাদ্যসামগ্রী সাবার করে পালিয়ে যায় দাঁতাল হাতি।খবর দেওয়ার পরও বনকর্মীরা আসেননি।দ্রুত ক্ষতিপূরণের দাবি জানান তিনি।
অন্যদিকে বাগডোগরার রেঞ্জার ইনচার্জ পায়েল রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে গিয়েছে।ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করা হবে।