দুর্গা পূজা নিয়ে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক সারল শিলিগুড়ি পুরনিগম

শিলিগুড়ি,১২ আগস্টঃ দুর্গা পূজা নিয়ে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক সারল শিলিগুড়ি পুরনিগম।শুক্রবার শিলিগুড়ির রামকিঙ্কর হলঘরে শহরের পুজো কমিটিগুলির সঙ্গে পুজোর প্রস্তুতিমূলক আলোচনা সভা সারে শিলিগুড়ি পুরনিগম।


করোনা অতিমারির জেরে গত দুবছর শিলিগুড়িতে সেভাবে পুজো হয়নি।তবে এবার শিলিগুড়ি পুরনিগম পরিবেশ বান্ধব পুজো করতে বদ্ধপরিকর।কলকাতার ধাচে কার্নিভালের আদলে সাংস্কৃতিক অনুষ্ঠান করে শিলিগুড়িতেও দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পুরনিগম।এছাড়াও দর্শনার্থীদের সুবিধার্থে পুজো গাইডিং ম্যাপ প্রকাশ করা হবে ও শীঘ্রই “পাবলিক  হেলপিং অ্যাপ” নামক একটি অ্যাপও চালু করা হবে।পাশাপাশি সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হবে।

এছাড়াও শিলিগুড়ি অগ্নি নির্বাপক সংস্থার তরফে দুটি হেল্পলাইন নম্বর প্রদান করা হয়।০৩৫৩২৫০১৮৬৭/০৩৫৩২৫০২২২২ যে কোনোরকম সমস্যা হলে এই নম্বর দুটিতে ফোন করতে পারবেন পুজো কমিটি এবং কর্তৃপক্ষ।


এদিনের সভায় ডিসিপি জয় টুডু,মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার,পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ শহরের প্রায় ১৫০টি পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *