শিলিগুড়ি, ২৯ মেঃ এভারেস্ট দিবসে ফের একবার তেনজিং নোরগেকে মরোণত্তর ‘ভারতরত্ন’ দেওয়ার দাবী তুললেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব ও পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন “ন্যাফ” এর সদস্য অনিমেষ বসু।
আজ এভারেস্ট ডে।আজ থেকে প্রায় ৭১ বছর আগে ১৯৫৩ সালে এদিনেই এডমন্ড হিলারির সঙ্গে এভারেস্ট জয় করেছিলেন শেরপা তেনজিং নোরগে।প্রতিবছর এই দিনটি শিলিগুড়িতে এভারেস্ট দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।
অন্যান্যবারের মত এবারও দার্জিলিং মোড়ে তেনজিং নোরগের মূর্তিতে খাদা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এদিন ফের একবার তেনজিং নোরগেকে মরোণত্তর ভারতরত্ন সম্মান দেওয়ার দাবী তুলে ধরেন মেয়র গৌতম দেব ও ন্যাফের সদস্য অনিমেষ বসু সহ অন্যান্যরা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ বিভিন্ন মহলের মানুষেরা।