শিলিগুড়ি,২৯ মেঃ ৬৮ তম এভারেস্ট ডে পালন হল শিলিগুড়িতে। করোনার জন্য ছোট করেই অনুষ্ঠান হয়।
শনিবার দার্জিলিং মোড়ে তেনজিং নোরগের মূর্তির সামনে এই অনুষ্ঠান হয়। সেখানে তেনজিং নোরগের মূর্তিতে মালা দিয়ে খাদা পরিয়ে সম্মান জানান পুরনিগমের প্রশাসক গৌতম দেব সহ অন্যান্যরা৷ তবে করোনা বিদায় নিলে আগামী বছর বড় করে এভারেস্ট ডে পালন করা হবে বলে জানান পুরনিগমের প্রশাসক মণ্ডলী।
এদিন গৌতম দেব জানান, তেনজিং নোরগকে ভারতরত্ন দেওয়ার দাবি অনেকদিন ধরেই উঠে আসছে। এর আগেও কেন্দ্রকে জানানো হয়েছিল। আমরা ফের মুখ্যমন্ত্রীকে বলবো যাতে তিনি কেন্দ্রের কাছে তেনজিং নোরগে ভারতরত্ন সম্মান দেওয়ার কথা বলেন।