চরম অব্যবস্থা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রসূতি সদনে

শিলিগুড়ি, ৪ জুনঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে চরম অব্যবস্থা।প্রসূতি বিভাগের চত্বরে গজিয়ে উঠেছে বিষাক্ত পার্থেনিয়াম, এছাড়াও বিভিন্ন জায়গায় বিল্ডিং এর পিলার ও ছাদ ভেঙে ভগ্নদশায় পরিণত হয়েছে।কোথাও আবার ছাদের চাঙর ভেঙে বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে।


মেডিক্যাল চত্বরের ভেতরেই মুক্ত অবস্থায় পড়ে রয়েছে মেডিক্যালের বর্জ্য পদার্থ।যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা।তবে সবথেকে বিপজ্জনক হল বেবি কেয়ার ইউনিটের বাইরে কুকুরের সমস্যা।সম্প্রতি পথ দুর্ঘটনায় রোগীর কাটা হাত নিয়ে কুকুরের ঘোরার মত দৃশ্যও সামনে এসেছে।রয়েছে নিরাপত্তার অভাবও।এরপরই প্রশ্ন উঠছে কেন এই অব্যবস্থা?কর্তৃপক্ষের উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

এই বিষয়ে মেডিক্যাল সুপার সঞ্জয় মল্লিক জানান,বহু মানুষের সমাগম প্রতিদিন লেগেই থাকে।তাছাড়াও মেডিক্যাল চত্বরে দোকানপাটের সংখ্যাও বেড়েছে বহুগুণ।বিষয়টি নিয়ে কলকাতা স্বাস্থ্য দপ্তরে জানানো হয়েছে।খুব শীঘ্রই সমস্যার সুরাহা হবে বলে জানিয়েছেন সুপার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *