আলিপুরদুয়ার,২৯ জুনঃ ফালাকাটা ব্লকের হরিমোড় এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর।যদিও এখনও পর্যন্ত মৃতের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে হরিমোড় এলাকায় একটি ছোট গাড়ি ও একটি বাইকের সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ।দুর্ঘটনাগ্রস্ত গাড়িদুটিকে আটক করেছে পুলিশ।মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।