রাজগঞ্জ, ১২ আগস্ট: চেউলিবাড়ি বাজার থেকে ফাটাপুকুর মোড় পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন।
জানা গিয়েছে, এই রাস্তার জন্য বাংলার সড়ক যোজনা প্রকল্প থেকে প্রায় ১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।বৃহস্পতিবার রাস্তার কাজের শিলান্যাস করেন উত্তরা বর্মণ।সঙ্গে ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়।যদিও এই শিলান্যাস অনুষ্ঠানে দেখা যায়নি গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য, এমনকি দলের কোনো নেতাকর্মীকে।এছাড়া দর্শকাসনও ছিল ফাঁকা।
সভাধিপতি প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে বলেন, তাহলে কি ওরা এলাকার উন্নয়ন চায় না।কয়েকদিনের মধ্যেই এই রাস্তার কাজ শুরু হবে।প্রধান এবং উপপ্রধান কেন অনুষ্ঠানে এলেন না তা খোঁজ নিয়ে দেখা হবে।