ফাঁড়াবাড়িতে অভিযান চালিয়ে অবৈধ নির্মাণ ভেঙে দিল বনদপ্তর  

শিলিগুড়ি, ২০ জানুয়ারিঃ বৈকুণ্ঠপুর জঙ্গলে গজিয়ে উঠছে একাধিক অবৈধ নির্মাণ।জঙ্গলের বহু জমি মাফিয়াদের দখলে।জঙ্গলে এমন অবৈধ নির্মাণের ফলে শহরাঞ্চলে প্রবেশ করছে বন্য জীবজন্তু।প্রাণীদের সুরক্ষা নিয়েও উঠছে প্রশ্ন।সেই কথা মাথায় রেখে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালালো বনদপ্তর।


এদিন বৈকন্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের অধীনস্ত ফাঁড়াবাড়ি নেপালি বস্তি এলাকায় অভিযান চালিয়ে জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয় একটি অবৈধ বিল্ডিং।জানা গিয়েছে, কয়েক মাস আগে বনদপ্তরের তরফে ওই বিল্ডিং ভেঙে দেওয়ার জন্য নোটিশও দেওয়া হয়েছিল।তবে বাড়ির মালিক কর্ণপাত না করায় এদিন অভিযান চালিয়ে বাড়িটি ভেঙে দেওয়া হয়।উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী এবং বনদপ্তরের কর্মীরা।পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরাও উপস্থিত ছিলেন।এদিকে বাড়ির মালিক না থাকায় রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এই বিষয়ে বৈকন্ঠপুর ডিভিশনের এডিএফও মঞ্জুলা তির্কি বলেন, আমরা সার্ভে করার পর এই অভিযান চালিয়েছি।বিভিন্ন জায়গায় নজরদারি চলছে।সার্ভে করে দেখা হচ্ছে কোথায় এই ধরনের জমি রয়েছে।আইনিভাবেই সমস্ত পদক্ষেপ নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *